IQNA

লন্ডনে হযরত ফাতেমা (সা. আ.) এর শাহাদত বার্ষিকী পালিত হবে

20:30 - March 08, 2013
সংবাদ: 2507975
সাংস্কৃতিক বিভাগ : লন্ডনের আহলে বাইত (আ.) ইসলামি পরিষদ এবং ইসলামিক সেন্টার অব ব্রিটেনে’র উদ্যোগে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী বিশেষ কর্মসূচী’র মধ্য দিয়ে পালিত হবে।
AIM Islam ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ১২ই এপ্রিল হতে ১৬ই এপ্রিল নাগাদ প্রতিদিন ইসলামিক সেন্টার অব ব্রিটেনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ সকল আলোচনা সভা ‘কুরআনের আলোকে ইমামত’ শিরোনামে অনুষ্ঠিত হবে। এতে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ও ইমামগণ (আ.) এর জীবনী পর্যালোচিত হবে।
প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিট হতে এ আলোচনা সভা লন্ডনে অবস্থিত ইসলামিক সেন্টার অব ব্রিটেনে’র কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#1198225
captcha