IQNA

অস্ট্রেলিয়ায় মুসলমানদের মহা সম্মেলন

22:49 - March 16, 2013
সংবাদ: 2511994
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রেলিয়ায় মেলবোর্ন শহরে ১৫ই মার্চে মুসলিম সম্প্রদায়ের জন্য মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে, অস্ট্রেলিয়ান অধিবাসীদের ইসলাম সম্পর্কে ভ্রান্তি ধারণা দূর করা এবং এদেশের মুসলিম ও অমুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যবধান কমানো।

উক্ত সম্মেলনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আগত প্রায় ২০০০ মুসলমান এবং নিউজিল্যান্ড এবং ভারত থেকে আগত ওলামা বৃন্দদের উপস্থিতিতে ‘ইসলামী শান্তি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রেলিয়ায় প্রায় ২০০ বছর পূর্বে থেকে মুসলমানেরা বসবাস করছে এবং বর্তমানে এদেশে দুই কোটি জনগণের মধ্যে ১.৭ শতাংশ মুসলিম অধিবাসী রয়েছে।
1204810
captcha