IQNA

অনাথ শিশুদের সমর্থন করবে মিশরের ইসলামী ফাউন্ডেশন

16:40 - March 21, 2013
সংবাদ: 2513168
সামাজিক বিভাগ: মিশরের ‘ইসলামিক রিলিফ’ ফাউন্ডেশন, মানবিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে অনাথ এবং প্রতিবন্ধী শিশুদের দায়িত্বভার গ্রহণ করেছে।

অফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ইসলামিক রিলিফ’ ফাউন্ডেশনের কর্মকর্তা ‘মোহাম্মাদুল আলফা’ ১৭ই মার্চে এক বিবৃতিতে জানিয়েছেন, এই প্রকল্পের জন্য ত্রিশ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে এবং এই প্রকল্পের লক্ষবস্তু হচ্ছে অনাথ ও প্রতিবন্ধী শিশু এবং অভাবগ্রস্ত পরিবারের সমর্থন করা।

অনাথ ও প্রতিবন্ধী শিশু এবং অভাবগ্রস্ত পরিবারের বিভিন্ন পন্থায় সাহায্য করা হবে যাতে তারা স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারে।

উল্লেখ্য যে, ‘ইসলামিক রিলিফ’ ফাউন্ডেশন তাদের উদ্দেশ্য সফল করার লক্ষ্যে এবং অভাবগ্রস্তদের সহায়তা করার জন্য মিশরের রাজধানী কায়রো’র ২৫ কিলোমিটারের মধ্যে তাদের কেন্দ্র নির্মাণ করেছে।
1205495

captcha