IQNA

ভারতে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে পিতা-মাতা’র স্থান পর্যালোচনা করা হয়েছে

18:51 - March 25, 2013
সংবাদ: 2513399
চিন্তা বিভাগ: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনা শহরে কুরআন এবং হাদিসের দৃষ্টিতে পিতা-মাতা’র স্থান এবং গুরুত্ব পর্যালোচনা করা হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই অনুষ্ঠান লাখনা শহরে জয়নুল আবেদীন (আ.) হোসাইনিয়াতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই সারফারাজগঞ্জ অঞ্চলের খতিব মুহাম্মাদ ইসফাক’ কুরআন এবং হাদিসের দৃষ্টিতে পিতা-মাতা’র স্থান এবং গুরুত্ব সম্পর্কে বিশেষ কবিতা পাঠ করেন।

পরবর্তীতে লাখনা শহরের খতিব এবং ভারতের ধর্মীয় পরিষদের মহাসচিব হুজ্জাতুল ইসলাম জাওয়াদ নাকাভী সুরা ইসরার ২৩ নং আয়াত«وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِیَّاهُ وَبِالْوَالِدَیْنِ إِحْسَانًا..؛ ‘হে আল্লাহ! আপনি নিযুক্ত করেছেন এবং আপনি ব্যতীত অন্য কার উপাসনা করতে নিষেধ করেছেন এবং (নিজ) পিতা ও মাতার সেবা করার কথা বলেছেন’। যদি এই দুইটার (আল্লাহর উপাসনা এবং পিতা ও মাতার সেবা) মধ্যে যেকোনো একটি অথবা দুইটাই যদি তোমার বৃদ্ধ বয়সে পালন করতে হয় তাহলে তুমি অবহেলা কর না এবং তাদেরকে অপব্যবহার কর না এবং তাদের সাথে ভল কথা বল...। এই আয়াতটির ব্যাখ্যা করেছেন।

তিনি বলেছেন, মনুষ্যত্ব এবং নৈতিকতাই পিতা মাতাদের সম্মান করার কথা বলে। এই দুটি সম্পদের প্রতি খেয়াল রাখতে হবে যেন তাদের প্রতি চুল পরিমাণও অবহেলা না হয়।

উক্ত সম্মেলন ২৪শে মার্চে স্থানীয় সময় রাত্র ৮ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। ভরতের বিশিষ্ট ওলামাবৃন্দ, ইসলামিক চিন্তাবিদ সহ হুজ্জাতুল ইসলাম মুসা রেজা, এহতেশামুল হোসাইন, আলামদার হোসাইন এবং সৈয়দ মেনহাল হায়দার ও লাখনা শহরের স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
1206611
captcha