IQNA

আজারবাইজানে ‘মুসলিম নারীর মহান যোগ্যতা’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

16:54 - March 26, 2013
সংবাদ: 2513505
সামাজিক বিভাগ: আজারবাইজানের রাজধানী বাকুর ‘ককোশাস্পর্বত মুসলিম ধর্মীয় প্রশাসনে’র পক্ষ থেকে মুসলিম নারীর মহান যোগ্যতা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন যুব সামাজিক ও ধর্মীয় ইউনিয়ন এবং আজারবাইজান ধর্মীয় সংস্থার সহযোগিতায় ‘ককোশাস্পর্বত মুসলিম ধর্মীয় প্রশাসনে’র পক্ষ থেকে ২৩শে মার্চে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে যুব সামাজিক এবং ধর্মীয় ইউনিয়ন প্রধান এই সংস্থার সকল কার্যক্রম উল্লেখ করেন।
এই মহাসম্মেলনে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৩০০ অধিক ওলামা, ইসলামিক চিন্তাবিদ, ধর্মীয় বিশেষজ্ঞ সহ সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
1206298
captcha