IQNA

সাহসীকতা ও আত্মোত্সর্গের শিক্ষার প্রসার ঘটানো ছিল ইমাম সাজ্জাদ (আ.) এর অন্যতম উদ্দেশ্য

22:01 - March 30, 2013
সংবাদ: 2514020
সাংস্কৃতিক বিভাগ : ভারতের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম হামিদুল হাসান এক আলোচনা সভায় বক্তৃতাকালে বলেছেন, শয়তানী শক্তির বিরুদ্ধে সাহসীকতা ও আত্মত্যাগের শিক্ষার প্রসার ঘটানো ছিল ইমাম যায়নুল আবেদীনের অন্যতম উদ্দেশ্য।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : নাযিমিয়াহ ইসলামি কলেজের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম হামিদুল হাসান বলেন, ইমাম সাজ্জাদ (আ.) ছিলেন ইমাম হুসাইন (আ.) এর সম্মান ও গৌরবের প্রচারক।
তিনি বলেন : ইমামা সাজ্জাদ (আ.), ইমাম হুসাইন (আ.) এর সংগ্রামের উদ্দেশ্য বর্ণনার মাধ্যমে কারবালা বিপ্লবকে চিরন্তন করেছেন এবং মুসলমানদের মাঝে আত্মত্যাগ ও সাহসীকতার শিক্ষার প্রসার ঘটিয়েছেন।
উল্লেখ্য, এ আলোচনা সভা গত বৃহস্পতিবার (২৮শে মার্চ), ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লাখনৌ শহরে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয়। এতে ওলামা ও ইসলামি চিন্তাবিদগণসহ বিপুল সংখ্যক স্থানীয় মুসলমানরা উপস্থিত ছিলেন।#1207013
captcha