IQNA

উজবেকিস্থানে ‘ধর্ম পরিচিতির গুরুত্ব’ বিষয়ক সম্মেলন

22:28 - March 31, 2013
সংবাদ: 2514189
চিন্তা বিভাগ: উজবেকিস্থানের রাজধানী তাসখন্দে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে ৯ম এপ্রিলে ‘ধর্ম পরিচিতির গুরুত্ব’ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে।

মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন এদেশের ধর্মীয় মুসলিম প্রশাসন বিভাগের উদ্যোগে তাসখন্দ ইসলামী বিশ্ববিদ্যালয় এবং এডুকেশন ডিপার্টমেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।

ধর্মীয় ইতিহাস অধ্যাপনা, পাবলিক স্কুলে ধর্ম সমাজবিদ্যা, ইসলামি বিশ্ববিদ্যালয়, উজবেকিস্থানে উচ্চ বিদ্যালয় এবং নতুন পদ্ধতিতে ধর্মীয় ইতিহাসের প্রশিক্ষণ ব্যবস্থা সহ অন্যান্য বিষয় বস্তু এই সম্মেলনের জন্য নির্ধারণ করা হয়েছে।

এই সম্মেলনে এদেশের বিশিষ্ট ওলামা, ইসলামিক চিন্তাবিদ, ধর্মীয় গবেষক, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
1207473
captcha