IQNA

রাশিয়ায় হালাল পণ্যের গুণগত মান মূল্যায়ন করা হয়েছে

16:25 - April 05, 2013
সংবাদ: 2514609
সামাজিক বিভাগ: রাশিয়ার রাজধানী মস্কোর মুফতি কাউন্সিলের পক্ষ থেকে হালাল পণ্যের গুণগত মান মূল্যায়ন করা হয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রাশিয়ায় হালাল পণ্যের গুণগত মান মূল্যায়নের আলোকে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন, আন্তর্জাতিক হালাল দ্রব্যের সার্টিফিকেশন কেন্দ্রের উদ্যোগে, সাংবাদিক এবং এদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিতিতে ৪র্থ এপ্রিলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে,বর্তমানে হালাল পণ্যের পর্যালোচনা, বিশ্বের বিভিন্ন দেশে হালাল পণ্য উৎপাদন কারখানার নতুন পরিকল্পনা এবং হালাল ও হারাম পণ্য মিশ্রিত করার প্রতিরোধ উপায় সহ অন্যান্য বিষয় সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে।
1207597
captcha