IQNA

ভারতে ইসলামী ইতিহাস পর্যালোচনা করা হবে

17:23 - April 06, 2013
সংবাদ: 2515136
চিন্তা বিভাগ: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনু শহরে মাওলানা আজাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৫ই এপ্রিলে ইসলামী ইতিহাস পর্যালোচনার আলোকে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলনে ভারতে ইসলাম প্রচার এবং বিস্তারের ইতিহাস নিয়ে ব্যাপক আলোচনা করা হবে।

এছাড়াও এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারতীয় উপমহাদেশে ইসলাম বিস্তারের আলোকে লিখিত নিজেদের প্রবন্ধগুলো উপস্থাপন করবে।

উক্ত সম্মেলন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওলামা, ইসলামী চিন্তাবিদ -শাহ আব্দুল ইসলাম, মোহাম্মাদ মোজাম্মেল, রেজওয়ান, আব্দুল কুদ্দুস- এবং মুসলিম শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
1208260

captcha