IQNA

থাইল্যান্ডে হালাল পণ্যের সমন্বয়ে বিশেষ প্রদর্শনী

17:01 - April 08, 2013
সংবাদ: 2516308
সামাজিক বিভাগ: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ‘রাজামানাঙ্গালা’ আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘হালাল পণ্য প্রদর্শনী ২০১৩’ নামক বিশেষ প্রদর্শনী প্রদর্শিত হবে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত হালাল পণ্য প্রদর্শনী ৩১শে মে শুরু হবে এবং ২য় জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিতি চারটি প্রদেশের মুসলিম উৎপাদকরা নিজেদের হালাল পণ্য সমূহ এই বৃহৎ প্রদর্শনীতে উপস্থাপন করবে।
1209503

captcha