IQNA

ইথিওপিয়ায় শিয়া কেন্দ্রে এক হাজার কপি বই অনুদান

0:44 - April 13, 2013
সংবাদ: 2518045
আন্তর্জাতিক বিভাগ: ইথিওপিয়ায় অবস্থিত ইরানী কালচার কাউন্সিলার বিভিন্ন বিষয়ের উপর লিখিত এক হাজার বই এদেশের শিয়া কেন্দ্রে অনুদান করেছেন।

আদ্দিস আবাবায় অবস্থিত ইরানী কালচার সেন্টারের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই পদক্ষেপ এদেশের আহলে বায়েত প্রেমীদের বই পড়ার উৎসাহ প্রদান এবং পরিজ্ঞান বৃদ্ধির আলোকে গ্রহণ করা হয়েছে।

এদেশের সকল জনগণের পড়ার লক্ষ্যে আমাহরিক, ইংরেজি এবং আরবি ভাষায় লিখিত বইগুলো ইরান থেকে ‘মাজমায়ে জাহানি আহলে বায়েত’ ইথিওপিয়ায় প্রেরণ করেছে।

এই বই ছাড়াও ইরানী সংস্কৃতি প্রতিনিধির বেশ কয়কটি প্রচারপত্র শিয়া কেন্দ্রে অনুদান করা হয়েছে।
1209283

captcha