IQNA

নামিবিয়ার স্থানীয় ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করা হবে

15:39 - August 27, 2013
সংবাদ: 2581235
কুরআনিক কার্যক্রম বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক প্রতিনিধি নামিবিয়ার স্থানীয় ভাষা উশিয়াম্বু’য় পবিত্র কুরআন শরীফ অনুবাদের পরিকল্পনা গ্রহণ করেছেন।
আফ্রিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক প্রতিনিধি, শিয়া ধর্ম প্রচারক এবং নামিবিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ‘আলী লুঘাম্বু’র সহযোগিতায় পবিত্র কুরআন শরীফ ইংরাজি থেকে স্থানীয় ভাষা উশিয়াম্বু’য় অনুবাদ করবে বলে জানিয়েছেন।
নামিবিয়ার ষাট শতাংশ অধিবাসী, অনঘুলার দক্ষিণাঞ্চলের অধিবাসী এবং দক্ষিণ আফ্রিকার কিছু অধিবাসী উশিয়াম্বু ভাষী। উশিয়াম্বু ভাষীরা এই ভাষাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে এবং ইংরেজি, আফ্রিকান্স ও জার্মানি ভাষাকে ঔপনিবেশিক ভাষা হিসাবে জানে। এসকল অঞ্চলে ইসলাম প্রচারের জন্য সবথেকে উৎকৃষ্ট পন্থা হচ্ছে স্থানীয় ভাষায় পবিত্র কুরআন শরীফ অনুবাদ করা।
উল্লেখ্য যে, এপর্যন্ত সূরা হামদ, সূরা বাকারা এবং ৩০ পারার সকল সূরা স্থানীয় ভাষা উশিয়াম্বু’য় অনুবাদ করা হয়েছে।
1277646
captcha