IQNA

ম্যানচেস্টারে ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উদযাপিত হবে

1:04 - August 29, 2013
সংবাদ: 2581964
কুরআনিক কার্যক্রম বিভাগ: ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ১ম সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইসলামী সেন্টারের পক্ষ থেকে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ম্যানচেস্টার ইসলামী সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, উক্ত শোকানুষ্ঠান আহলে বায়েত প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, এই অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এবং রাত্র ১০টা পর্যন্ত অব্যাহত থাকবে।
1278627
captcha