IQNA

হ্যামবুর্গে ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী পালিত হবে

20:26 - August 31, 2013
সংবাদ: 2582883
সামাজিক বিভাগ: ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ২য় সেপ্টেম্বর বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, উক্ত শোকানুষ্ঠান, ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহলে বায়েত প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, উক্ত শোকানুষ্ঠান স্থানীয় সময় ৭টায় শুরু হবে এবং ষষ্ঠম উজ্জ্বল নক্ষত্র ইমাম জাফর সাদিক (আ.) জীবনীর আলোক মূল্যবান বক্তৃতা ও মর্সিয়া পরিবেশন করা হবে।
1280323

captcha