ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জার্মানের বিশিষ্ট চিত্র শিল্পী ‘আহমেদ কারাওজান তাবারী’ এর প্রচেষ্টায় উক্ত চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইউরোপ মহাদেশের মুসলিম সম্প্রদায়ের বৈচিত্র্য এবং ইসলামের বিভিন্ন স্থাপত্যের ছবি এই চিত্র প্রদর্শনীতে উপস্থাপন করা হবে। ‘ইউরোপে ইসলাম’ নামক চিত্র প্রদর্শনী ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
চিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্য এদেশের জনগণের মধ্যে শান্তির ধর্ম ইসলামকে তুলে ধরা।
উল্লেখ্য যে, জার্মানের বিশিষ্ট চিত্র শিল্পী ‘আহমেদ কারাওজান তাবারী’ ১৯৫৫ সালে আখ্যান শহরে জন্ম গ্রহণ করেছেন এবং ১৯৮৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এছাড়াও, জার্মানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারটি ইসলামিক স্টাডিজ কেন্দ্রের মধ্যে উসাঙ্গবেরুগ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারে অন্যতম এবং উক্ত ইসলামিক সেন্টারে বিশ্ববিদ্যালয়ের দক্ষ অধ্যাপকগণ ইসলামী ইতিহাস, ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষার ক্লাস পরিচালনা করেন।
1280398