IQNA

তাতারস্তানে নও মুসলিম নারীদের জন্য হিজাব প্রশিক্ষণ কোর্স

23:47 - September 05, 2013
সংবাদ: 2585097
সামাজিক বিভাগ: তাতারেস্তানে নও মুসলিম নারীদের জন্য হিজাব প্রশিক্ষণ কোর্স ৫ম সেপ্টেম্বরে এদেশের রাজধানী কাজানে অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তাতার মুসলিম ধর্মীয় প্রশাসন বিভাগের প্রতিবেদন অনুযায়ী, হিজাব প্রশিক্ষণ কোর্সের প্রধান উদ্দেশ্য এদেশের নও মুসলমানদেরকে ইসলামী পোশাকের সঙ্গে পরিচিত করানো এবং হিজাব সম্পর্কে ধারণা প্রদান করা।
‘মহান আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালবাসেন’ নামক উক্ত কোর্স রাজধানী কাজানের জামে মসজিদে স্থানীয় সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্যে এই প্রশিক্ষণ কোর্সে নও মুসলিম নারী সহ অন্যান্য সাধারণ নারীগণ উপস্থিত ছিলেন।
1282408

captcha