IQNA

পাক্ষিক ফজরের নতুন সংখ্যা প্রকাশিত

7:28 - September 06, 2013
সংবাদ: 2585114
সাংস্কৃতিক বিভাগ : পাক্ষিক ফজরের নতুন সংখ্যা গত শুক্রবার ৩০শে আগস্ট প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাক্ষিক ফজরের ১৬তম বর্ষের ২১তম সংখ্যা গত ৩০শে আগস্ট প্রকাশিত হয়েছে।
জাফরী মাযহাবের এ পাক্ষিক পত্রিকার এবারের সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে :
(১) ইমাম জাফর সাদিক (আ.) এর শাহাদাত বার্ষিকী
(২) গবেষক ও চিন্তাবিদদের দৃষ্টিতে ইমাম খোমেনী (র.)’র অনন্য কিছু সাফল্য
(৩) ইমাম জাফর সাদিক (আ.) এর শাহাদাত শিয়াদের উপলব্ধিতে প্রভাব ফেলুক (সম্পাদকীয়)
(৪) শাশ্বত কোরআনের কাহিনী; হযরত যাকারিয়া ও হযরত ইয়াহিয়া (অনুবাদ : মাও. শহীদুল হক)
(৫) মহাকালের ত্রাণকর্তা (পূর্ব প্রকাশের পর)
(৬) ইতিহাসের পাতা থেকে হযরত আলী (আ.) এর বিচারকার্য (অনুবাদ : মোঃ শহীদুল হক)
(৭) ইমাম মেহদী (আ.) এর অনুপস্থিত থাকার কারণ
(৮) সন্তানের উপর পিতা-মাতার অধিকার
(৯) দোয়া কবুলের শর্তসমূহ
captcha