IQNA

বাহরাইনে ‘হৃদয়ের জাগরণ; হজ্ব’ নামক সম্মেলন অনুষ্ঠিত হবে

18:04 - September 06, 2013
সংবাদ: 2585211
আন্তর্জাতিক বিভাগ: বাহরাইনে শিয়া ওলামা কাউন্সিলের পক্ষ থেকে ৭ম সেপ্টেম্বরে ‘আল-সেনাবাস’ হোসাইনিয়াই ‘হৃদয়ের জাগরণ; হজ্ব’ নামক সম্মেলন অনুষ্ঠিত হবে।
‘olamaa.net’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সম্মেলন বাহরাইনে শিয়া ওলামা কাউন্সিলের পক্ষ থেকে হজ্ব বিষয়ক দ্বীতিয়তম সম্মেলন এবং ৭ম সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।
শিয়া ওলামা কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শেখ মাহমুদুল অলি, স্থানীয় ধর্মীয় নেতা মণ্ডলী এবং হজ্ব কমিটির কর্তৃপক্ষ উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন।
হজ্ব বিষয়ক এই সম্মেলনে ‘হজ্ব যাত্রীদের জন্য আধ্যাত্মিক, নৈতিক ও চিন্তাগত সাফল্য’, ‘হজ্ব যাত্রীরা কিভাবে হজ্ব সফরকে অনন্দদায়ক করবে এবং এই আনন্দ অব্যাহত রাখার প্রচেষ্টা’ এবং ‘হজ্ব ভ্রমণ খরচ বৃদ্ধি ও খরচ বৃদ্ধির ফলে হজ্বীদের আর্থিক প্রভাব’ সহকারে হজ্ব বিষয়ক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।
দুই ঘণ্টা ব্যাপী এই সম্মেলন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে এবং পরবর্তীতে শিয়া ওলামা কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এবং ‘আল এফাদাতু মিনাল হুদা’ কমিটির প্রতিনিধি মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
উল্লেখ্য, গত বছরে শিয়া ওলামা কাউন্সিলের পক্ষ থেকে হজ্ব বিষয়ক ‘কাওফেলুন নাসেকিন’ নামক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিবেদন অনুযায়ী হজ্ব বিষয়ক দ্বীতিয়তম সম্মেলনের শেষে উপস্থিত সকলকে হজ্বের উপর লিখিত গ্রন্থ বিতরণ করা হবে।
1282072
captcha