IQNA

মস্কোয় হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু

20:41 - September 07, 2013
সংবাদ: 2585880
সাংস্কৃতিক বিভাগ : হাজীদের জন্য হজ্ব বিষয়ক বিশেষ কোর্স আজ শনিবার (৭ই সেপ্টেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোয় শুরু হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ কর্মসূচীর মূল উদ্যোক্তা রাশিয়ার মুফতি পরিষদ জানিয়েছে যে, বিশেষ এ প্রশিক্ষণ কোর্স আজ স্থানীয় সময় ১১টায় মস্কো জামে মসজিদে শুরু হয়েছে।
মস্কো জামে মসজিদের পেশ ইমাম ‘ইসলাম হযরত যারিফোভ’ এ সম্পর্কে বলেছেন : এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী হাজীদেরকে হজ্বের বিভিন্ন আমলের খুঁটিনাটি বিষয়াদি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাোপাশি উপস্থিতদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর প্রদান করা হবে।
উল্লেখ্য, মস্কোসহ রাশিয়ার অন্যান্য অঞ্চলের সেন্ট্রাল মসজিদসমূহে এ কোর্স অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় একমাস নাগাদ অব্যাহত থাকবে।#1283821
captcha