IQNA

ফ্রাংকফুর্টে হযরত মাসুমা সালামুল্লাহ আলাইহের জন্ম বার্ষিকী উপলক্ষে উৎসব অনুষ্ঠান

20:56 - September 07, 2013
সংবাদ: 2585884
কুরআনিক কার্যক্রম বিভাগ: ফ্রাংকফুর্টে ইসলামী সেন্টারের পক্ষ থেকে হযরত মাসুমা সালামুল্লাহ আলাইহের পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ৭ম সেপ্টেম্বরে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রাংকফুর্টের ইসলামী সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, এই উৎসব অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে এবং পরবর্তীতে হযরত মাসুমা সালামুল্লাহ আলাইহের যিয়ারত নামা পাঠ করা হয়।
এছাড়াও উক্ত উৎসব অনুষ্ঠানে আহলে বায়েতের অষ্টম নক্ষত্র ইমাম রেজা (আ.) এর বোন হযরত মাসুমা সালামুল্লাহ আলাইহের বরকতময় জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাহমুদ খলিল জাদে।
উল্লেখ্য যে, উক্ত উৎসব অনুষ্ঠান আহলে বায়েতের ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ফ্রাংকফুর্টের ইসলামী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
1283552
captcha