বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এবারের সংখ্যাটি উজবেকিস্তানের গ্রান্ড মুফতি মুহাম্মাদ সাদিক মুহাম্মাদ ইউসুফের সহযোগিতা ও নির্দেশনায় উজবেকিস্তানের মুসলিম নারীদের জন্য প্রকাশিত হয়েছে।
এ সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, অনুমতি গ্রহণ সংক্রান্ত আয়াতসমূহে তফসির ও পর্যালোচনা, মেয়ে সন্তানদের লালন-পালনের বিষয়ে মহানবী (স.) এর নির্দেশনা এবং তাওহিদ ইসলাম ধর্মের মূল শ্লোগান, সওয়াব সঞ্চয়ের সহজ উপায়, শিক্ষণীয় গল্প, হযরত যায়নাব (সা. আ.) এর জীবনী ও ফজিলত, যুদ্ধ-বিবাদ মুসলমানদের সাথে মানানশীল নয়, শাওয়াল মাসের ঘটনাবলি, তওবা ও ইস্তিগফারের বিষয়ে রচিত কবিতা, ক্ষমা প্রার্থনার আদব ইত্যাদি।#1283539