‘aps’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সেনেগালের বিচারপতি ‘সিদ্দিকী কাবা’ ও ধর্মীয় ওলামাবৃন্দ এবং মুসলিম আইনজীবীদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘ইসলাম ও মানবাধিকার’ শীর্ষ সম্মেলন সেনেগালিজ হিউম্যান রাইটস কাউন্সিলে উদ্যোগে ‘শেখ অনাটা দীপ’ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ সেন্টারের সহযোগিতায় সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষ সম্মেলনে ইসলামের দৃষ্টিকোণে মানবাধিকারের ব্যাখ্যা, নাগরিক অধিকার রক্ষার সঙ্গে সম্পৃক্ত আয়াত ও রেওয়ায়ত, রাসুল (সা.) এর সুন্নতে মানবাধিকার, পশ্চিমা ও ইসলামের দৃষ্টিতে মানবাধিকারের পার্থক্য সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য যে, এই সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে আফ্রিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মণ্ডলী উপস্থিত ছিলেন।
1286278