IQNA

বেলজিয়ামে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে

0:00 - September 13, 2013
সংবাদ: 2588679
আন্তর্জাতিক বিভাগ: ‘বর্তমান মুসলিম, চ্যালেঞ্জ ও পদ্ধতি’ নামক মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম প্রদর্শনী ২৫ থেকে ২৮শে অক্টোবর বেলজিয়ামে রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে।
‘pageshalal’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৫ থেকে ২৮শে অক্টোবর মুসলমানদের জন্য দ্বিতীয় বৃহত্তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘বর্তমান মুসলিম, চ্যালেঞ্জ ও পদ্ধতি’ নামক প্রদর্শনী বাণিজ্য, শিক্ষা, সাংস্কৃতিক ও শিল্পকলার আলোকে ব্রাসেলসের ‘ট্যুর এন্ড ট্যাক্সি’ রোডে অনুষ্ঠিত হবে।
এই প্রদর্শনীর পরিদর্শনকারীগণ বিভিন্ন স্টল থেকে নিজেদের প্রয়োজনীয় ইসলামী পণ্য সংগ্রহ করতে পারবেন।
উক্ত প্রদর্শনীর মূল উদ্দেশ্য এদেশের মুসলমানদের উৎসাহিত এবং হালাল পণ্য উৎপন্ন কারীদের সমর্থন করা। ২০১২ সালে বেলজিয়ামে মুসলমানদের জন্য প্রথম বৃহত্তম প্রদর্শনী সফল হওয়ার কারণে চলতি বছরে আবারো ধারাবাহিক ভাবে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছরে প্রথম বৃহত্তম প্রদর্শনী ১২ হাজার বর্গ মিটার জমির উপরে ২০০ অধিক স্টল ছিল এবং প্রায় ২০ হাজার দর্শক পরিদর্শনের জন্য এসেছে।
1285716
captcha