ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লন্ডন ইউনিটি সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ইমাম রেজা (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে আহলে বায়েতের ভক্তদের উপস্থিতিতে এই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত উৎসব অনুষ্ঠানে ইমাম রেজা (আ.) এর শানে বক্তৃতা ও কাসিদা পরিবেশন করা হবে এবং কবিতা প্রতিযোগিতা সহ আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলী ইমাম রেজা (আ.) এর জীবনীর আলোকে নিজেদের লিখিত কবিতা সমূহ info@KanoonTowhid.com ইমেইলে প্রেরণ করতে পারেন।
1287181