IQNA

তাতারস্থানে পবিত্র কুরআনের দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শন

0:12 - September 16, 2013
সংবাদ: 2590095
কুরআনিক কার্যক্রম বিভাগ: ‘তাতর জাতির আধ্যাত্মিক জীবনে হস্ত লিখিত পবিত্র কুরআনের স্থান’ নামক প্রদর্শনী ১৭ সেপ্টেম্বরে তাতারস্থানের রাজধানী কাজানে অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রদর্শনী মুসলিম ধর্মীয় প্রশাসন বিভাগের প্রয়াস এবং উদ্যোগে এদেশের জনগণের মধ্যে হস্ত লিখিত পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি সমূহের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে রাজধানী কাজানের জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, এই প্রদর্শনী ১০ম নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
1287288
captcha