কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই মূল্যবান গ্রন্থে মিয়ানমারের অধিবাসীদের চিন্তাগত এবং বিশ্বাসগত দিক ফুটিয়ে তুলেছে লেখক স্যায়েদ হোসাইন হায়দার রাজাভি। এই গ্রন্থটি মিয়ানমারের ভাষায় অনুবাদ করেছে আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ জামাল হোসেন মাজানদারানি এবং মিওকাইন ঘাসু ।
গ্রন্থটির লেখক উক্ত গ্রন্থে ছাকালাইন হাদিস বর্ণিত করেছেন এবং শিয়া মাজহাবের বৈধতা ও বিশ্ব মুসলিম বাসির অবহেলার কথা উল্লেখ করেছেন।
৪৪ পাতা বিশিষ্ট উক্ত গ্রন্থটি ১০০০ কপি প্রিন্ট করা হয়েছে এবং মিয়ানমারের ইয়াংগুন, মান্দালী, পুরাম, তাঞ্জি, মিতজিন, কালুও এবং আখিমা শহরের বিভিন্ন মাজহাবের অনুসারীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
1294503