IQNA

তুরস্কের সরকারি কেন্দ্র সমূহে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল

23:57 - October 01, 2013
সংবাদ: 2598195
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান ৩০শে সেপ্টেম্বরে সরকারি কেন্দ্র সমূহে ইসলামি হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল করেছেন।
‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান ৩০শে সেপ্টেম্বরে গণতন্ত্রী করণ প্যাকেজের অভ্যন্তরীণ বিধান সংশোধনের মাধ্যমে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল করেছেন।
আঙ্কারায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এরদোগান বলেন, এটা যুক্তিসঙ্গত নয় যে, গণতন্ত্রী করণ প্যাকেজ দেশের সকল সমস্যাগুলোকে সমাধান করবে, অবশ্য এই লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা আমাদের রয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি ( তখন এরদোগানও এই পার্টির সদস্য ছিল) বিশ্ববিদ্যালয়ে ইসলামি হিজাব নিষেধাজ্ঞা জারি করেছিল এবং ২০১২ সালে স্কুলে ইসলামি হিজাব নিষেধাজ্ঞা জারির আহ্বান করলে তা প্রত্যাখ্যান করা হয়।
1296388
captcha