IQNA

অদূর ভবিষ্যতে;

আইসল্যান্ডে নির্মিত হবে প্রথম মসজিদ

16:54 - October 03, 2013
সংবাদ: 2598895
আন্তর্জাতিক বিভাগ: আইসল্যান্ডের রাজধানী ‘রেইকিয়াভিকে’ অদূর ভবিষ্যতে প্রথম মসজিদ নির্মাণের খবর জানিয়েছে সেদেশের সংবাদ সংস্থা।
‘trouvetamosquee’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আইসল্যান্ডের রাজধানী ‘রেইকিয়াভিকে’ অতি শীঘ্রই প্রথমবারের মত একটি মসজিদ নির্মাণ করা হবে।
২০১৪ সালের শুরুতেই রেইকিয়াভিক শহরে ৮০০ বর্ম মিটার জমির উপর এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হবে।
মসজিদটি নির্মাণের জন্য ২/৫ মিলিয়ন ইউরো বাজেট নির্ধারণ করা হয়েছে এবং নামাজখানা, মিলনায়তন এবং লাইব্রেরি মসজিদটির অন্তভূক্ত করা হবে।
২০০০ সাল থেকে আইসল্যান্ডের মুসলমানরা এই মসজিদ নির্মাণের জন্য আবেদন জানিয়ে আসছে এবং শেষ পর্যন্ত অনেক বিতর্কের পর, সিটি কাউন্সিল, রাজধানী ‘রেইকিয়াভিকে’ প্রথম মসজিদ নির্মাণ করতে রাজি হয়েছে।
আইসল্যান্ডের মুসলমানদের নেতা বলেন: মসজিদ নির্মাণের অনুমতি পেয়ে আমরা আনন্দিত এবং আশা কির আগামী বসন্তকালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে।
1297143
captcha