IQNA

সবার জন্য দরোজা খুলে দিল ফ্রান্সের শতাধিক মসজিদ

11:58 - January 10, 2016
সংবাদ: 2600076
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে গতকাল ফ্রান্সের শতাধিক মসজিদের দরোজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ভ্রাতৃপ্রতিম এক কাপ চাশিরোনামে উক্ত প্রকল্প আজকেও (২০শে জানুয়ারি) অব্যাহত রয়েছে। ফ্রান্সের অমুসলিম নাগরিকদের ইসলাম ধর্ম ও মুসলিমদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে এবং মুসলমানদের সাথে অধিক পরিচিত হওয়ার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অমুসলিমরা মসজিদ পরিদর্শন করতে এসে চা এবং কেক খাওয়ার পাশাপাশি আলোচনার মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে অবগত হচ্ছেন।

ফরাসি মুসলিম কাউন্সিলের উদ্যোগে ভ্রাতৃপ্রতিম এক কাপ চাশিরোনামে উক্ত প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে জাতীয় ঐক্য গঠন এবং ইসলাম ধর্ম সম্পর্কে সকলে অবগত হচ্ছে।

গত বছর রম্য ম্যাগাজিন শার্লি এবডোএবং এক ইহুদী সুপারমার্কেটে জঙ্গি হামলার ফলে ১৭ জন নিহত হয়েছে। আর সন্ত্রাসীদের এ হামলার প্রতিবাদে প্রথম বার্ষিকীতে এই উদ্যোগ নিয়েছে সেদেশের মুসলমানেরা।

এএফপিতে দেওয়া এক সাক্ষাতকারে ফরাসি মুসলিম কাউন্সিলের প্রধান আনোয়ার কীবিশবলেন: "এ পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হচ্ছে ফ্রান্সের নাগরিকদের মধ্যে এমন এক পরিবেশ সৃষ্টি করা, যারফলে ধর্মমত নির্বিশেষে সকল নাগরিক এক হবে পারে এবং অমুসলিমরা যেন মুসলমান ও ইসলাম ধর্মের সাথে পরিচিত লাভ করতে পারে

ফ্রান্সের বিভিন্ন মসজিদে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে এবং মসজিদ পরিদর্শন করতে আসা ব্যক্তিদের চা এবং কেক দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। এছাড়াও পরিদর্শনকালে তারা বিভিন্ন প্রশ্ন-উত্তরের মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে অধিক অবগত হচ্ছেন এবং ইসলামিক ক্যালিগ্রাফি কর্মশালাও পরিদর্শন করছেন। এমনকি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে কোন এক ওয়াক্ত নামাজে তারা অংশগ্রহণ করতে পারছেন।

বলাবাহুল্য, গত বছর ১৩ই নভেম্বর ফ্রান্সে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলায় ১৩০ জন নিহত হয়েছে এবং আনেকেই আহত হয়েছে। এ ঘটনার পর ফ্রান্সের ৩টি মসজিদ বন্ধ হয়েছে।

http://iqna.ir/fa/news/3466088



captcha