IQNA

স্কটল্যান্ডে ইসলামের প্রতি বিদ্বেষমূলক হামলা: গ্লাসগোর প্রধান মসজিদে ভাঙচুর

13:06 - October 29, 2025
সংবাদ: 3478342
ইকনা- স্কটল্যান্ডের বৃহত্তম মসজিদ গ্লাসগো সেন্ট্রাল মসজিদ ইসলামবিদ্বেষমূলক এক হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
স্কটল্যান্ডের ‘হারাল্ড’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (গতকাল) এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মসজিদের দেয়ালে ঘৃণামূলক স্লোগান “Scots First” (স্কটিশরা আগে)” লিখে রেখে যায়, যা স্থানীয় মুসলিমদের গভীরভাবে আঘাত করেছে।
 
মসজিদ কর্তৃপক্ষ এক ফেসবুক বিবৃতিতে জানায় — “আমরা সবসময় গ্লাসগো সমাজের অংশ হিসেবে আমাদের ভূমিকা নিয়ে গর্ববোধ করি। গ্লাসগো শহর মানুষে তৈরি — আর মুসলমানরা সেই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা ব্যবসা, রাজনীতি, ক্রীড়া, শিক্ষা, এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে এই শহরের উন্নয়নে ভূমিকা রাখছে।”
 
বিবৃতিতে আরও বলা হয় — “আমরা সমাজের দুর্বল ও অসহায় মানুষদের সাহায্যে যে সামাজিক উদ্যোগগুলো পরিচালনা করছি, তা অব্যাহত থাকবে। গ্লাসগো এমন একটি শহর হিসেবে থাকবে যেখানে প্রত্যেকে — ধর্ম, বর্ণ বা পটভূমি নির্বিশেষে — নিরাপদ, সম্মানিত ও স্বাগত বোধ করবে। এমন ঘৃণামূলক কর্মকাণ্ড কখনও গ্লাসগো বা স্কটল্যান্ডের প্রকৃত মূল্যবোধকে প্রতিফলিত করে না।”
 
লেবার পার্টির এমপি জুবায়ের আহমদ এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন — “আমি ১৯৮৪ সাল থেকে এই মসজিদে যাই। মনে করেছিলাম, বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ অতীত হয়ে গেছে। কিন্তু আজ আবার তা ফিরে এসেছে। আমি স্কটিশ মুসলমানদের বলতে চাই — মাথা উঁচু রাখুন। এ দেশ আমাদের, আমরা কোথাও যাচ্ছি না।”
 
এই হামলাটি ঘটে মাত্র তিন সপ্তাহ পর, যখন ডান্ডির বায়তুল মাহমুদ মসজিদে একই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটে, যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ২০ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করা হয়।
 
এর আগেও, গত সেপ্টেম্বর মাসে ক্লার্কস্টন এলাকার ইউসুফ মসজিদে এক ব্যক্তি লোহার দণ্ড ছুড়ে জানালা ভেঙে ফেলে — তখন মসজিদের ভেতরে শিশুরা ক্লাস করছিল। ওই ঘটনায় এক ৩১ বছর বয়সী পুরুষকে গ্রেপ্তার করা হয়।
 
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনা স্কটল্যান্ডে ইসলামবিদ্বেষের উদ্বেগজনক প্রবণতার অংশ।
স্কটল্যান্ড পুলিশের এক মুখপাত্র বলেছেন — “আমরা ভাঙচুরের অভিযোগ পেয়েছি, এবং তদন্ত বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে।” 4313322#

 

captcha