IQNA

ফিলিস্তিনি বিশেষজ্ঞের প্রতিবেদন প্রকাশ

আল-আকসা মসজিদ ইহুদিকরণের জন্য ইসরায়েলি তিন ধাপের চক্রান্ত

12:00 - October 30, 2025
সংবাদ: 3478345
ইকনা- জেরুজালেম-বিষয়ক বিশিষ্ট ফিলিস্তিনি গবেষক জিয়াদ বুহাইস সতর্ক করে বলেছেন, ইসরায়েল আল-আকসা মসজিদকে ধ্বংস করে সেখানে কথিত “সোলায়মান মন্দির” স্থাপনের লক্ষ্যে তিন ধাপে ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। বর্তমানে তারা সেই পরিকল্পনার তৃতীয় ধাপ — অর্থাৎ মন্দির নির্মাণের বাস্তবভিত্তিক পর্যায়ে পৌঁছে গেছে।
ফিলিস্তিনি বিশেষজ্ঞের প্রতিবেদন প্রকাশআল-আকসা মসজিদ ইহুদিকরণের জন্য ইসরায়েলি তিন ধাপের চক্রান্তবুহাইস বলেন, এই পরিকল্পনার প্রথম ধাপটি হচ্ছে ভূগর্ভস্থ কার্যক্রম। গত ১৮০ বছর ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ সংগঠিতভাবে আল-আকসা মসজিদের চারপাশে খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার উদ্দেশ্য হলো মসজিদের আশপাশের এলাকা সুড়ঙ্গের জালে পরিণত করা এবং ইসলামি ও ঐতিহাসিক পরিচয় মুছে ফেলা।
 
তিনি সতর্ক করে বলেন, এসব খননের ফলে উমাইয়া ও রোমান যুগের ভিত্তিগুলো দুর্বল হয়ে পড়েছে, ফলে সামান্য ভূমিকম্প বা ভারি বৃষ্টিতেই মসজিদের অংশবিশেষ ধসে পড়তে পারে।
 
দ্বিতীয় ধাপে, দখলদার ইসরায়েল মসজিদের প্রাঙ্গণে সময় ও স্থানভিত্তিক বিভাজন প্রয়োগ করছে।
তারা ইহুদি উৎসবগুলোর সময় মুসলমানদের প্রবেশে বাধা দিচ্ছে এবং মসজিদের পূর্বাংশকে গোপন সিনাগগে রূপান্তর করেছে, যেখানে প্রতিদিন তোরাহ পাঠ ও ইহুদি আচার পালিত হয়।
 
বুহাইস বলেন, বর্তমানে ইসরায়েল “তোরাহ ফায়ার মিউজিয়াম” ও “ফাউন্ডেশন অফ দ্য টেম্পল” নামের ইহুদি স্থাপনাগুলোর মাধ্যমে আল-আকসা মসজিদকে ঘিরে ফেলছে, যাতে বিশ্বের সামনে এই ধারণা প্রতিষ্ঠিত হয় যে মসজিদটি একটি “ইহুদি পবিত্র নগরীর কেন্দ্রবিন্দু”।
 
তিনি আরও জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যে তোরাহ পাঠ ও ধর্মীয় আচার মসজিদের ভেতরে চালু করেছে, এখন কেবল বাকি রয়েছে তোরাহ স্ক্রল, ধর্মীয় পাত্র ও কোরবানির সামগ্রী সেখানে প্রবেশ করানো — যা কথিত মন্দির নির্মাণের চূড়ান্ত ধাপ নির্দেশ করে।
 
বুহাইস সতর্ক করে বলেন, আসন্ন ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘর্ষের কেন্দ্রবিন্দু হবে আল-আকসা মসজিদ। ইতিহাস সাক্ষ্য দেয়, এই মসজিদের ওপর হামলাই ফিলিস্তিনিদের বহু আন্দোলন ও বিপ্লবের সূচনা করেছে। 4313551#
 
 
 
captcha