
আল-আহদ নিউজের বরাতে ইকনা জানায়, বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বার্তায় শেখ নাঈম কাসেম বলেন, “ইসরায়েলি দখলদার ও ঔদ্ধত্যপূর্ণ আমেরিকা কখনও আমাদের পরাজিত করতে পারবে না।”
তিনি এই বার্তাটি ইমাম মাহদি (আ.) স্কাউট অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশে পাঠিয়ে বলেন, “তোমাদের সহযোগিতায় আমরা সর্বোচ্চ আত্মত্যাগের সঙ্গে সব চ্যালেঞ্জের মোকাবিলা করব, এবং আল্লাহ তায়ালার ইচ্ছায় আমাদের পতাকা সবসময় উঁচুতে থাকবে।”
তিনি আরও বলেন, “ইমাম মাহদি (আ.) স্কাউটদের অংশগ্রহণের মাধ্যমে ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) সর্বদা আমাদের ন্যায়ের পথ ও আদর্শ থাকবে, যা এ অঞ্চল ও মানবতার জন্য কল্যাণ বয়ে আনবে।”
হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, “তোমাদের সঙ্গে থেকে দখলদার ইসরায়েল ও দাম্ভিক আমেরিকা কখনও আমাদের পরাস্ত করতে পারবে না। কারণ, লেবাননের মাটি শহিদদের রক্তে সিঞ্চিত হয়েছে, যাতে আমরা আমাদের মাতৃভূমিতে স্বাধীন, মর্যাদাপূর্ণ ও স্বনির্ভর জীবন যাপন করতে পারি।”
শেখ কাসেম বার্তার শেষে বলেন, “ইমাম মাহদি (আ.) স্কাউট সংগঠন তরুণ প্রজন্মকে উচ্চ নৈতিকতার আদর্শে দীক্ষিত করার এক আলোকবর্তিকা। তোমাদের সহযোগিতায় আমরা বিজয়ী হব— এমন এক শান্তি প্রতিষ্ঠা করব, যা মানুষের স্বাধীনতা ও ভূমির মুক্তি বয়ে আনবে।”
উল্লেখ্য, ইমাম মাহদি (আ.) স্কাউট অ্যাসোসিয়েশন হিজবুল্লাহর সাংস্কৃতিক বিভাগের অধীনে পরিচালিত হয় এবং লেবাননের বিভিন্ন অঞ্চলে, বিশেষত দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপশহরে সক্রিয়ভাবে কাজ করছে। 4311135#