
দুই পবিত্র আতাবাতের (হুসাইনী ও আব্বাসী) প্রতিনিধি দল, কারবালার গভর্নর নাসিফ আল-খাতাবি, প্রাদেশিক পরিষদের সদস্য, নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা বিভাগের পরিচালকরা।
 
নাসিফ আল-খাতাবি বলেন, কারবালার নিরাপত্তা বাহিনী অতীতে বহুবার তাদের দক্ষতা ও কার্যকারিতা প্রমাণ করেছে, বিশেষ করে মিলিয়ন-সমাগমপূর্ণ জিয়ারত মৌসুমে নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে।
তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তা সদস্যদের সর্বাত্মক সহায়তা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে তারা দায়িত্ব আরও সফলভাবে পালন করতে পারেন।
ইরাকের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হাদি রাজিজ কাসার কারবালার গভর্নর ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ও পবিত্র আতাবাতগুলোর মধ্যে উচ্চমাত্রার সমন্বয়ের কারণে কারবালা বর্তমানে ইরাকের অন্যতম নিরাপদ ও স্থিতিশীল প্রদেশ হিসেবে পরিচিত। 4313564#