IQNA

ইসরায়েলের নতুন হামলায় গাজায় শহীদ বেড়ে ৬৩ জনে পৌঁছেছে

12:56 - October 29, 2025
সংবাদ: 3478341
ইকনা- ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজা উপত্যকায় নতুন করে শুরু হওয়া বিমান হামলায় শহীদের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৪ জন শিশু রয়েছে।
আল-জাজিরা কাতার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ও বেপরোয়া বোমাবর্ষণ চালায়। এসব হামলায় অসংখ্য বাড়িঘর ও শরণার্থীদের তাবু লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
হামলাগুলোর ফলে বহু সাধারণ নাগরিক হতাহত হয়েছেন; এখন পর্যন্ত ৬৩ জন শহীদ এবং দশকেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গাজার আল-আউদা হাসপাতালের এক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় আন-নাসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে বোমা পড়ে ৮ জন, যার মধ্যে ৪ জন শিশু, শহীদ হয়েছেন।
অন্যদিকে আল-শিফা হাসপাতালের এক সূত্র জানায়, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল তাল আল-হাওয়া এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় এক মা ও তাঁর নবজাতক কন্যা শহীদ হয়েছেন।
উল্লেখ্য, এসব হামলা যুদ্ধবিরতির শর্ত স্পষ্টভাবে লঙ্ঘন করেছে এবং মানবিক সংকটে জর্জরিত গাজার পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।
 
captcha