প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চার থেকে পাঁচ বন্দুকধারী সন্ত্রাসী এ হামলায় অংশগ্রহণ করেছে। সন্ত্রাসীদের হামলার পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়। সে সময় গুলি বর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। হোটেলের সামনে একটি ক্যাফের কিছু মানুষ নিহত হয়েছে।
বন্দুকধারী জঙ্গিরা স্প্লেনডিড হোটেলে ঢুকে সেখানকার অতিথিদের পণবন্দি করে। এ অবস্থায় সরকারি কমান্ডো বাহিনী একাধিক বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধার অভিযান শুরু করে। জাতিসংঘের কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর পর্যটকরা অবস্থানের জন্য সাধারণত এই চার তারকা হোটেলটি ব্যবহার করেন।
আল কায়েদের অন্তর্গত ‘মাগরেবুল ইসলাম’ নামক জঙ্গিরা এ হামলার দায়ভার গ্রহণ করেছে।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, বুরকিনা ফাসোর সরকার হোটেলটিতে হামলার অবসান হয়েছে বলে ঘোষণা করেছে।