IQNA

কাতারে “কিরাতের বিশ্বকোষ” চালু: কুরআনী বিজ্ঞানের ডিজিটাল যুগে নতুন ধাপ

10:13 - January 27, 2026
সংবাদ: 3478797
ইকনা- কাতারের ওয়াকফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় “কিরাত ও কুরআনী বিজ্ঞানের বিশ্বকোষ” নামে একটি বিশেষায়িত ডিজিটাল এনসাইক্লোপিডিয়া চালু করেছে। এটি কুরআনী বিজ্ঞানকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কাতার নিউজ এজেন্সির বরাত দিয়ে ইকনা জানায়, এই বিশ্বকোষটি ইসলাম-ওয়েব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এটি প্রাক্তন মিসরীয় শেখ আল-কুররা (প্রধান ক্বারী) শেখ আহমাদ ঈসা আল-মাসরাভির তত্ত্বাবধানে প্রস্তুত, সংকলিত ও সম্পাদিত হয়েছে।

বিশ্বকোষটি কুরআনী কিরাত ও বিজ্ঞানের একটি ব্যাপক ও নির্ভরযোগ্য রেফারেন্স হিসেবে কাজ করবে। এতে গবেষক, ছাত্র ও কুরআনপ্রেমীদের সকল স্তরের চাহিদা পূরণের লক্ষ্য রাখা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কুরআনের কিরাতগুলো হলো রাসূলুল্লাহ (সা.) থেকে সহীহ সনদে বর্ণিত শব্দ উচ্চারণের বিভিন্ন নির্ভরযোগ্য পদ্ধতি। উলামাগণ এগুলোর নীতি ও কায়দায় একমত এবং সবগুলোকে কুরআন তিলাওয়াতের জন্য বৈধ মনে করেন।

এই বিশ্বকোষটি শিক্ষানবিশদের জন্য সহজবোধ্য এবং বিশেষজ্ঞদের জন্য গভীরতা—এই দুটোই একসাথে রেখেছে। এটি কিরাতের বিজ্ঞানকে ডিজিটাল ফরম্যাটে সুসংগঠিত, শ্রেণিবদ্ধ ও সহজলভ্য করে তুলেছে।

বিশ্বকোষটি শেখ আহমাদ ঈসা আল-মাসরাভির ব্যাপক অভিজ্ঞতা ও গবেষণার উপর ভিত্তি করে তৈরি। এতে ১০টি প্রধান কিরাতের পথপ্রদর্শক, তাদের রাবী (বর্ণনাকারী) ও সনদের অবিচ্ছিন্ন শৃঙ্খলা তুলে ধরা হয়েছে। এছাড়া কিরাতের নীতি-কায়দা, পার্থক্য, সাত কিরাত ও দশ কিরাতের মধ্যে পার্থক্য, বিশ্বব্যাপী প্রচলিত সবচেয়ে জনপ্রিয় রিওয়ায়াতসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচিত হয়েছে।

এটি শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এক জায়গায় নির্ভরযোগ্য কুরআনী জ্ঞান প্রদান করবে। এতে ইসলামী কুরআনী ঐতিহ্যের ডিজিটাল সংরক্ষণ ও ডকুমেন্টেশন হবে এবং দ্রুত ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব হবে। এছাড়া এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, হিফজ রিং এবং বিশেষায়িত কুরআনী অধ্যয়নের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিশ্বকোষটি কিরাতের পদ্ধতি, সনদ, তাজবীদের নিয়ম, বিভিন্ন কিরাতের পার্থক্য, শাতিবিয়া, দুররাহ ও তাইয়্যিবা গ্রন্থসহ প্রধান কিরাতের ব্যাখ্যা এবং এই বিজ্ঞানের মূলনীতি ও সূত্রসমূহের উপর ভিত্তি করে তৈরি।

কুরআনী বিজ্ঞানের বিশেষজ্ঞ ও আগ্রহী ব্যক্তিরা এই কাজটিকে ডিজিটাল কুরআনী কনটেন্টের একটি মূল্যবান সংযোজন এবং কিরাত বিজ্ঞানের গবেষণা ও অধ্যয়নে গুরুত্বপূর্ণ অবদান বলে প্রশংসা করেছেন।

https://iqna.ir/fa/news/4330043

captcha