IQNA

শারজাহ কুরআন মজলিসে শেখ আবদুল বাসিতের বিশেষ বিভাগ উদ্বোধন

16:14 - January 24, 2026
সংবাদ: 3478786
ইকনা- শারজাহ কুরআন মজলিসের অধীনস্থ “মশাহিরে কুররা” মিউজিয়ামে শেখ আবদুল বাসিত আবদুস সামাদের বিশেষ বিভাগ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারজাহর শাসক এবং এই মহান মিসরীয় ক্বারীর সন্তানরা।

ইকনা- শারজাহ কুরআন মজলিসের অধীনস্থ “মশাহিরে কুররা” মিউজিয়ামে শেখ আবদুল বাসিত আবদুস সামাদের বিশেষ বিভাগ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারজাহর শাসক এবং এই মহান মিসরীয় ক্বারীর সন্তানরা।

আল-আইন নিউজের বরাত দিয়ে ইকনা জানায়, শারজাহর শাসক শেখ সুলতান বিন মুহাম্মাদ আল কাসিমী গতকাল (২ ফেব্রুয়ারি) শারজাহ কুরআন মজলিসে শেখ আবদুল বাসিত আবদুস সামাদের সন্তানদের স্বাগত জানান।

এই সাক্ষাতে শাসক শেখ আবদুল বাসিতের অসাধারণ মর্যাদা, কুরআনের খেদমতে তাঁর অমর অবদান, সাত কিরাতে ইজাজত লাভ এবং বিশ্বের মুসলমানদের হৃদয়ে তাঁর গভীর প্রভাবের কথা গর্বের সাথে উল্লেখ করেন।

অন্যদিকে শেখ আবদুল বাসিতের সন্তানরা শারজাহর শাসককে উষ্ণ অভ্যর্থনা এবং ক্বারীদের মহান ব্যক্তিত্বদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এরপর শারজাহর শাসক কুরআন মজলিসের মশাহিরে কুররা মিউজিয়ামে শেখ আবদুল বাসিত মুহাম্মাদ আবদুস সামাদের স্মৃতিচিহ্ন ও সামগ্রীর বিশেষ বিভাগ উদ্বোধন করেন। এই বিভাগে প্রদর্শিত হচ্ছে তাঁর জীবনের বিভিন্ন ছবি, স্মারক সামগ্রী, আলেম-ওলামা, দায়িত্বশীল ব্যক্তি ও বিশ্ব নেতাদের সাথে সাক্ষাতের ছবি এবং অন্যান্য ঐতিহাসিক নিদর্শন।

অনুষ্ঠানে একটি ভিডিও প্রদর্শন করা হয়, যাতে শেখ আবদুল বাসিতের জীবনের কিছু অংশ, কিরাত জগতে তাঁর প্রবেশ এবং কুরআনের খেদমতে তাঁর অবদান তুলে ধরা হয়।

এই অভ্যর্থনা অনুষ্ঠানের পাশাপাশি শারজাহর শাসক “আল-মুঈন” নামক স্মার্ট অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন। এই অ্যাপ্লিকেশন একটি সম্পূর্ণ স্মার্ট মুসহাফ, যা সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে। এর লক্ষ্য ব্যবহারকারীদের কুরআন তিলাওয়াত ও হিফজে সহজ ও ইন্টারেক্টিভ উপায়ে সহায়তা করা।

অ্যাপ্লিকেশনটি আরবি, ইংরেজি, ফরাসি ও উর্দু ভাষায় সহায়তা প্রদান করে এবং বিভিন্ন ইলেকট্রনিক স্টোরে সকল ডিভাইসের জন্য উপলব্ধ। এটি বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য উপযোগী।

4329856

captcha