IQNA

ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে ইরাকের ‘আহদুল্লাহ’ আন্দোলনের মহাসচিবের প্রতিক্রিয়া

ইরানে হামলা হলে গোটা অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটবে

12:56 - January 30, 2026
সংবাদ: 3478814
ইকনা- ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরাকের ‘আহদুল্লাহ’ আন্দোলনের মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ হাশেম আল-হায়দারি। তিনি সতর্ক করে বলেন, ইরানে হামলা চালানো হলে তা পুরো অঞ্চলে ভয়াবহ আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি করবে।

ইকনা’র ইরাক প্রতিনিধি সূত্রে জানা গেছে, এক বিবৃতিতে আল-হায়দারি বলেন, “বোকা ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানকে চেনে না, সে ইরানের সংগ্রামী ও ঈমানদার জাতিকে চেনে না। সে জানে না ‘ওয়ালি-ই ফকিহ’ কে এবং এর প্রকৃত অর্থ কী। সে বোঝে না যে, ইসলামী প্রজাতন্ত্রে আগ্রাসন চালালে তার জন্য যে পরিণতি অপেক্ষা করছে তা হবে সম্পূর্ণ লজ্জা, ধ্বংস, অপমান ও পরাজয়ে পরিপূর্ণ।”

বিবৃতির শুরুতে কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, “তোমরা দুর্বল হয়ো না, দুঃখিত হয়ো না; যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই শ্রেষ্ঠ।”

আল-হায়দারি আরও বলেন, ট্রাম্প তার চিন্তা, সিদ্ধান্ত ও আচরণের মাধ্যমে বারবার প্রমাণ করেছে যে সে একজন বেপরোয়া, নীচ ও দুর্নীতিগ্রস্ত মানুষ। তিনি বলেন, “ট্রাম্প যুক্তরাষ্ট্রের অবক্ষয়গ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার কপালে কলঙ্ক। যদি আমেরিকান জনগণ তার বিরুদ্ধে নীরব থাকে এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রাখে, তবে সে তাদের জন্যও লজ্জার কারণ হবে।”

তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের ফল হবে এমন এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, যা শুধু ট্রাম্পের ওপরই নয়, বরং ‘অত্যাচার, দুর্নীতি ও জুলুমের কেন্দ্র’ হিসেবে আখ্যায়িত দখলদার ইসরাইলের ওপরও নেমে আসবে।

ইরাকি এই নেতা আরও বলেন, ট্রাম্প বোঝে না—এমনকি সামান্যও নয়—কোরআনের এই বাণীর অর্থ: “যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন।” তিনি উল্লেখ করেন, ইরানের ভেতরে ও বাইরে লক্ষ লক্ষ মানুষ শহীদী চেতনা, আত্মত্যাগ ও জিহাদের প্রেমে উদ্বুদ্ধ, যারা কেবল একটি বৈধ সংকেতের অপেক্ষায় রয়েছে।

আল-হায়দারি বলেন, আজ ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন আগ্রাসন শুধু ইরান নয়, বরং ইরাক, লেবানন, ফিলিস্তিনসহ গোটা অঞ্চলের দেশ ও জাতিগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এই অঞ্চলের স্বাধীন ও মর্যাদাশীল জাতিগুলো কখনোই এই আগ্রাসন, হস্তক্ষেপ ও চাপিয়ে দেওয়া নির্দেশনার কাছে মাথা নত করবে না।”

বিবৃতির শেষাংশে তিনি কোরআনের আরেকটি আয়াত উদ্ধৃত করে বলেন, “অচিরেই সেই দল পরাজিত হবে এবং পিছু হটে পালাবে।” 4330946#

captcha