IQNA

মিসরের মসজিদগুলোতে কুরআনী শিক্ষা কর্মসূচির অগ্রগতি

11:08 - January 28, 2026
সংবাদ: 3478801
ইকনা- মিসরের ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় (ওয়াকফ মন্ত্রণালয়) মসজিদের মকতবগুলোতে কুরআন হিফজ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

আল-ইয়াওম আস-সাবে’র বরাত দিয়ে ইকনা জানায়, মন্ত্রণালয় মসজিদের মকতবগুলোতে কুরআন হিফজের বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এসব কর্মসূচি নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হচ্ছে।

এই উদ্যোগ মিসরের ওয়াকফ মন্ত্রণালয়ের কুরআনী মকতবগুলোকে সক্রিয় কুরআনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ। এতে কুরআনের জ্ঞানে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলা হচ্ছে যারা আল্লাহর কিতাবে পূর্ণ দক্ষতা অর্জন করবে।

বর্তমানে মিসরে ১ হাজার ৭৯৭টি কুরআন হিফজ মকতব এবং ৮৯টি অনলাইন (দূরশিক্ষণ) হিফজ হালকা সক্রিয় রয়েছে। এটি দেশে কুরআনী সেবার বিস্তৃতি ও বৈচিত্র্যের প্রমাণ।

এর আগে সোহাগের ওয়াকফ বিভাগ “কুরআতকা সাহিহা” (তোমার তিলাওয়াত সংশোধন করো) নামে একটি কর্মসূচি চালু করেছে। এটি মিসরের ওয়াকফ মন্ত্রণালয়ের কুরআন তিলাওয়াতের মান উন্নয়ন ও সঠিক কুরআনী সংস্কৃতি প্রচারের লক্ষ্যে গৃহীত।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কুরআনী হালকা গঠন করে তাজবীদের নিয়ম ও হরফের মখারিজ মেনে তিলাওয়াত শিখছেন। সোহাগের ওয়াকফ বিভাগ এই প্রচারমূলক কুরআনী কর্মসূচিকে প্রদেশের অন্যান্য মসজিদে সম্প্রসারণ করার পরিকল্পনা করেছে। এর লক্ষ্য মসজিদকে জ্ঞানার্জন, ঈমান বৃদ্ধি ও মানুষ গঠনের কেন্দ্র হিসেবে পুনরুজ্জীবিত করা।

https://iqna.ir/fa/news/4330616

captcha