IQNA

আলজেরিয়া থেকে আফ্রিকান উলামাদের কাছে ঐতিহাসিক কুরআন উপহার

10:05 - January 27, 2026
সংবাদ: 3478794
ইকনা- আলজেরিয়ার ধর্মীয় বিষয়ক ও ওয়াকফ মন্ত্রী ইউসুফ বেলমেহদি আফ্রিকান উলামাদের কাছে ঐতিহাসিক “রুদুসি কুরআন” এর একটি সংস্করণ উপহার দিয়েছেন। এই উলামারা দেশটিতে অনুষ্ঠিত “আফ্রিকান সাহেলে ধর্মীয় কূটনীতি” সেমিনারে অংশ নিয়েছিলেন।

আল-ইত্তিহাদের বরাত দিয়ে ইকনা জানায়, আলজেরিয়ার ধর্মীয় বিষয়ক ও ওয়াকফ মন্ত্রী ইউসুফ বেলমেহদি “আফ্রিকান সাহেলে ধর্মীয় কূটনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারী আফ্রিকান উলামা ও চিন্তাবিদদের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে তিনি আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ তাবুনের তত্ত্বাবধানে প্রকাশিত ঐতিহাসিক “রুদুসি কুরআন” এর একটি সংস্করণ তাদের উপহার দেন।

ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সাক্ষাত সেমিনারে অংশগ্রহণের পর অনুষ্ঠিত হয়। সেমিনারটি আফ্রিকান সাহেল দেশগুলোর উলামা, দাঈ ও ইমামদের সমিতির উদ্যোগে আয়োজিত হয়েছে এবং আলজেরিয়ার সুপ্রিম কাউন্সিল অব ইসলামিক অ্যাফেয়ার্স এতে সহযোগিতা করেছে।

সেমিনারে ১১টি আফ্রিকান দেশের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় আফ্রিকান সাহেল অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে ধর্মীয় কূটনীতির গুরুত্ব, আলজেরিয়ার আফ্রিকান সংকট সমাধানে ভূমিকা এবং বিদেশি শক্তির এই মহাদেশের সম্পদের প্রতি লোভের মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মৌরিতানিয়ার প্রতিনিধি ও সাহেল দেশগুলোর উলামা সমিতির সদস্য মুসা সার সেমিনারের গুরুত্ব তুলে ধরে বলেন, সহিংসতা ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ধর্মীয় কূটনীতি সক্রিয় করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ঐতিহ্যবাহী পদ্ধতিগুলো একা এই সংকট মোকাবিলার জন্য যথেষ্ট নয়; এর জন্য একটি ধর্মীয় কাঠামো প্রয়োজন যা সংকটের মূল কারণগুলো সমাধান করতে পারে।

“রুদুসি কুরআন” বা “থা’লাবিয়া কুরআন” একটি আলজেরিয়ান হস্তলিখিত কুরআন যা ওয়ারশ রিওয়ায়াত অনুসারে নাফি থেকে বর্ণিত এবং মাগরিবি (মরক্কো) লিপিতে লেখা। এর মুদ্রণ ১৩৫০ হিজরী (১৯৩১ খ্রিস্টাব্দ) সালে শুরু হয়।

থা’লাবিয়া প্রিন্টিং হাউস ১৩৫০ হিজরী (১৯৩১ খ্রিস্টাব্দ) সালে আলজেরিয়ায় কুরআনের প্রথম মুদ্রিত সংস্করণ প্রকাশ করে। এই সংস্করণ মাগরিবি লিপিতে লেখা হয়েছে এবং মরহুম আলজেরিয়ান খোশনবীশ মুহাম্মাদ শারাদি (মুহাম্মাদ আস-সাফতি বা মুহাম্মাদ আস-সাফাতি নামে পরিচিত) ওয়ারশ রিওয়ায়াত অনুসারে লিখেছেন।

https://iqna.ir/fa/news/4330227

captcha