IQNA

কায়রো বইমেলায় ৫০ হাজার কুরআন বিতরণ

10:01 - January 27, 2026
সংবাদ: 3478792
কায়রো, ইকনা: সৌদি আরবের ধর্মীয় বিষয়ক, দাওয়াহ ও ইরশাদ মন্ত্রণালয় কায়রোর ৫৭তম আন্তর্জাতিক বইমেলায় ৫০ হাজার কপি কুরআন বিনামূল্যে বিতরণ ও দর্শনার্থীদের মাঝে উপহার দিয়েছে।

আল-ইয়াওম নিউজের বরাত দিয়ে ইকনা জানায়, মন্ত্রণালয় কায়রোর আন্তর্জাতিক বইমেলায় সৌদি আরবের প্যাভিলিয়নে “কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স” প্রকাশিত বিভিন্ন প্রকাশনা প্রদর্শন করেছে। এছাড়া বিভিন্ন আকারের ৫০ হাজার কপি কুরআন শরীফ দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সৌদি প্যাভিলিয়নে ইসলামিক ইলেকট্রনিক লাইব্রেরি, “শাহাদাতাইন সহীহ” অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ভাষায় “ভার্চুয়াল হজ” প্রোগ্রামের প্রচার ও প্রদর্শনীও করা হয়েছে। দর্শনার্থীরা ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তির মাধ্যমে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর বিভিন্ন অংশের সঙ্গে পরিচিত হতে পারছেন।

এই অংশগ্রহণ সৌদি আরবের ধর্মীয় মন্ত্রণালয়ের ইসলামের বার্তা বিস্তার, আন্তর্জাতিক মঞ্চে সাংস্কৃতিক উপস্থিতি জোরদার এবং সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণের অংশ হিসেবে করা হয়েছে।

উল্লেখ্য, কায়রোর ৫৭তম আন্তর্জাতিক বইমেলা ২৩ জানুয়ারি ২০২৬ (৩ ফেব্রুয়ারি) মিসরের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে এবং ৩ ফেব্রুয়ারি ২০২৬ (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। এবারের মেলার স্লোগান: “যে এক ঘণ্টা পড়া বন্ধ করে, সে শতাব্দী পিছিয়ে যায়।” মেলায় ৮৩টি দেশের ১৪৫৭টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

https://iqna.ir/fa/news/4330412

captcha