
ইকনা লেবাননে ইরানি রাযিনি সাংস্কৃতিক কেন্দ্রের বরাত দিয়ে জানায়, পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে বৈরুতে এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি দুটি বিভাগে আয়োজিত হবে: পূর্ণ কুরআন হিফজ এবং তিলাওয়াতে তাহকীক (বিশেষ পদ্ধতিতে তিলাওয়াত)। অংশগ্রহণকারীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর।
প্রতিযোগিতা দুই ধাপে অনুষ্ঠিত হবে: প্রথম ধাপ ভার্চুয়াল (প্রিলিমিনারি) এবং দ্বিতীয় ধাপ লাইভ (সেমি-ফাইনাল ও ফাইনাল)। নিবন্ধন ৩ ফেব্রুয়ারি (১৪ বৈশাখ) থেকে শুরু হয়েছে এবং ১২ ফেব্রুয়ারি (২৩ বৈশাখ) পর্যন্ত চলবে।
অংশগ্রহণকারীকে নিজ দেশের নাগরিক হতে হবে এবং প্রতিযোগিতার নিয়ম-কানুন মেনে চলতে হবে।
বিশেষ শর্তসমূহ: তিলাওয়াত বিভাগে তাহকীক পদ্ধতিতে সম্পূর্ণ তাজবীদ ও কিরাতের নিয়ম মেনে তিলাওয়াত করতে হবে। হিফজ বিভাগে পূর্ণ কুরআন মুখস্থ থাকতে হবে এবং তাজবীদসহ সঠিক তিলাওয়াত করতে হবে।
প্রতিযোগিতার বিবরণ অনুসারে: তিলাওয়াত বিভাগে প্রিলিমিনারি পর্বে ১২ লাইন এবং ফাইনালে ১৫ লাইন তিলাওয়াত করতে হবে। হিফজ বিভাগে প্রতিটি ধাপে (প্রিলিমিনারি, সেমি-ফাইনাল ও ফাইনাল) তিনটি করে প্রশ্ন করা হবে, প্রতিটি প্রশ্নে ১৫ লাইন কুরআন।
গুরুত্বপূর্ণ তারিখ ও নিয়ম: প্রিলিমিনারি পর্ব: ৩ থেকে ১২ ফেব্রুয়ারি (ভার্চুয়াল)। সেমি-ফাইনাল ও ফাইনাল: ২৪ ও ২৫ ফেব্রুয়ারি (৫ ও ৬ ফাল্গুন) বৈরুতে সশরীরে। উচ্চ স্কোর প্রাপ্ত প্রতিযোগীরাই সেমি-ফাইনালে অংশ নিতে পারবেন। তিলাওয়াতে সঠিক তাজবীদ ও সুরেলা কণ্ঠ থাকতে হবে।
নিবন্ধনের জন্য যোগাযোগ: রাযিনি সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বশীলের সাথে বেল অ্যাপে যোগাযোগ করুন: ০৯৩৩২১৭৫৪৩১
ভিডিও নিবন্ধনের নিয়ম: উচ্চমানের ভিডিও রেকর্ড করতে হবে (শব্দ ও ছবি উভয়ই পরিষ্কার)। তিলাওয়াত শুরুর আগে অংশগ্রহণকারীকে নিজের নাম ও দেশ উল্লেখ করতে হবে।
বিচারের মানদণ্ড: তিলাওয়াত বিভাগে: তাজবীদ (৪০ নম্বর), সুর (১৫), ওকফ ও ইবতিদা (২০), নাগমা/সুরেলা কণ্ঠ (২৫)। হিফজ বিভাগে: হিফজের গুণগত মান (৭০) এবং তিলাওয়াতের গুণগত মান (৩০)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতা পবিত্র রমজানের আগে কুরআনের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে।

https://iqna.ir/fa/news/4330497