IQNA

উত্তর ম্যাসিডোনিয়ায় নবীজির সীরাত প্রদর্শনী শুরু

17:36 - January 29, 2026
সংবাদ: 3478808
ইকনা- উত্তর ম্যাসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে নবী মুহাম্মাদ (সা.)-এর সীরাত (জীবনচরিত) পরিচিতি প্রদর্শনী শুরু হয়েছে।

মুসলিম হাওল আল-আলামের বরাত দিয়ে ইকনা জানায়, এই প্রদর্শনী ৬ ফেব্রুয়ারি (১৭ বৈশাখ) থেকে শুরু হয়েছে এবং ৬ ফেব্রুয়ারি ২০২৬ (১৭ বৈশাখ) পর্যন্ত চলবে। এটি ইসলামী মূল্যবোধ যেমন শান্তি, স্নেহ, নৈতিকতা ও মানবতা শেখার ও চিন্তা করার একটি সুযোগ।

প্রদর্শনীটি স্কোপিয়ের কেন্দ্রস্থলের একটি বিখ্যাত ঐতিহাসিক ও পর্যটন এলাকায় আয়োজিত হয়েছে। এই এলাকা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সবসময় জনপ্রিয়।

প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ঐতিহাসিক চিফতে হামাম ভবনে। এটি পূর্বে একটি ঐতিহ্যবাহী পাবলিক বাথ হিসেবে ব্যবহৃত হতো এবং পরবর্তীতে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রূপান্তরিত হয়েছে।

ভবনটি স্কোপিয়ের প্রাচীন ও বিখ্যাত চারশিয়া বাজার এলাকায় অবস্থিত। প্রদর্শিত উপকরণগুলো মানবিক মূল্যবোধ, ইসলামী নৈতিকতা ও উত্তম গুণাবলীর উপর কেন্দ্রীভূত।

প্রদর্শনীতে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। দর্শনার্থীরা ভিজ্যুয়াল উপকরণ, তথ্য প্যানেল ও মাল্টিমিডিয়া কনটেন্টের মাধ্যমে নবী মুহাম্মাদ (সা.)-এর জীবন ও ইসলামের বার্তা সহজ ও স্পষ্টভাবে বুঝতে পারবেন। এটি প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের জন্য উপযোগী। 4330668#

captcha