তিনি গুরুত্বারোপ করে বলেন, শিয়া ও সুন্নি মুসলমানদের সম্মিলিত নামাজে শিয়া ও সুন্নি মাজহাবের ওলামাগণ, বিশিষ্ট ব্যক্তি মণ্ডলী এবং উপজাতিরা অংশগ্রহণ করেছে।
আযাভী বলেন: এ নামাজের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঐক্য সংগঠন করা এবং বংশের বিভেদ ভুলে জাতীয় স্বার্থে একত্রিত হওয়া ও বিভিন্ন চরমপন্থিদের মোকাবিলা করার জন্য আল মুকদাদিয়া শহরের মুসলমানদের মধ্যে ঐক্য গঠন করা।
দিয়ালা প্রদেশের পুলিশ কমান্ডার ‘জাসেম আল সাইয়িদি এ নামাজে অংশগ্রহণ করেছেন এবং তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন: যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই, এধরণের (শিয়া ও সুন্নি মুসলমানেরা একত্রিত হয়ে নামাজ) নামাজের মাধ্যমে তাদের পরিকল্পনাকে ব্যর্থ করা সম্ভব এবং নিজেদের মধ্যে ঐক্য দৃঢ় করা সম্ভব।
বলাবাহুল্য, আল মুকদাদিয়া শহরে গত সপ্তাহে সন্ত্রাসী হামলায় ৭০ জনের অধিক নিহত ও আহত হয়েছে।