IQNA

তাজিকিস্তান পুলিশের দাড়ী ও হিজাব বিরোধী অভিযান

20:04 - January 28, 2016
সংবাদ: 2600187
আন্তর্জাতিক বিভাগ : তাজিকিস্তানের অধিকাংশ জনগণ মুসলমান হওয়া সত্ত্বেও বিদেশী সংস্কৃতি ও উগ্রতাবাদের মোকাবেলার উদ্ভট অজুহাতে পুরুষদেরকে দাড়ী কামাতে বাধ্য করছে দেশটির পুলিশ। নারীদেরকেও হিজাব খুলে ফেলতে বাধ্য করা হচ্ছে!

বার্তা সংস্থা ইকনা : ১৩ হাজার পুরুষকে দাড়ী কামাতে বাধ্য করেছে তাজিকিস্তান পুলিশ। পাশাপাশি ১ হাজার ৭ শত নারী ও মেয়ের হিজাব খুলে ফেলতে বাধ্য করা হয়েছে।

তাজিকিস্তান সরকারের পক্ষ থেকে দাবী করা হয়েছে যে, উগ্রতাবাদ ও বেগানা সংস্কৃতির অনুপ্রবেশ রোধে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।

নারীদের ইসলামি পোশাক বিক্রেতা ১৬২টি দোকানেও তালা ঝুলিয়েছে পুলিশ।

এ প্রতিবেদনের ভিত্তিতে, তাজিকিস্তানে যাদের লম্বা দাড়ী রয়েছে তাদেরকে বলপ্রয়োগ করে হলেও দাড়ী কাটতে বাধ্য করা হচ্ছে।

এদিকে, গত সপ্তাহে আরবি নাম রাখার উপর নিষেধাজ্ঞা শীর্ষক বিল পাশ করেছে তাজিকিস্তান সংসদ। অথচ এদেশের শিশুদেরকে ‘মুহাম্মাদ’ নামে নামকরণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে এ দেশের একমাত্র ইসলামি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমাম আলী রাহমানোভ ১৯৯৪ সাল থেকে দেশটির ক্ষমতা হাতে নিয়েছেন এবং ২০২০ সালে তাকে ক্ষমতা ছাড়তে হবে। নিজের ক্ষমতাকে রক্ষা করার জন্য সেক্যুলারিজমের প্রসার ঘটানোর চেষ্টা করছেন তিনি।

উল্লেখ্য, প্রায় দুই হাজার তাজেকি বর্তমানে আইএসআইএল সন্ত্রাসী দলের সঙ্গে যোগ দিয়ে যুদ্ধরত।#3469606

সূত্র : আল-আলাম
captcha