ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের প্রাঙ্গণে উক্ত কুরআন মাহফিল, ইরাকের বিশিষ্ট কারি ‘আব্দুল্লাহ মুনয়িমুস সিলাভী’র সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে কুরআন মাহফিলের সূচনা হয়। অতঃপর ইরানে অবস্থিত হযরত মাসুমা (সা. আ.)এর পবিত্র মাযারের কারি এবং মুয়াজ্জিন ‘সাইয়্যেদ মুহাম্মাদ রেজা মুহাম্মাদী’ কুরআন তেলাওয়াত করেন।
‘সাইয়্যেদ মুহাম্মাদ রেজা মুহাম্মাদী’ কুরআন তেলাওয়াতের পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৯ বছরের প্রতিভাময় ক্বারি ‘হান্নানাহ খালাফি’ কুরআন তেলাওয়াত করেন এবং কুরআন হেফজের বিভিন্ন কলা-কৌশল প্রদর্শন করে উপস্থিত সকলকে বিস্মিত করেছেন।
'সাঈদ ইবনে জুবাইর' শিরোনামে পবিত্র কোরআনের চতুর্থ আন্তর্জাতিক ফেস্টিভালের অনুষ্ঠান ৮ম থেকে ১০ম মার্চ পর্যন্ত অব্যাহত ছিল। ২০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ইরাকের ওয়াসিত প্রদেশের ‘কোট’ শহরে উক্ত আন্তর্জাতিক ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে।
বলাবাহুল্য, চতুর্থ ইমাম হযরত সাজ্জাদ (আ.)এর একনিষ্ঠ ভক্তি ছিলেন সাঈদ ইবনে জুবায়ের। তিনি কুরআনে হাফেজ, ক্বারি ও মুফাস্সের ছিলেন। বানি উমাইয়ার খিলাফতকালে ইরাক ও হেজাজের সবচেয়ে অত্যাচারী পাপিষ্ঠ গবর্নর হাজ্জাজ বিন ইউসুফ সাকাফির হাতে ৯৫ হিজরিতে সাঈদ ইবনে জুবাইর শহিদ হন। সাঈদ ইবনে জুবাইর ইমাম আলী (আ.)এর খিলাফতকালে ইরাকের কুফা শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার সময়ে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন।#