IQNA

ইরাকে কুরআনিক বিজ্ঞান কেন্দ্র ‘দারুস সাকালাইন’ উদ্বোধন

22:57 - March 31, 2016
সংবাদ: 2600534
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ‘ওয়াসিত’ প্রদেশের কূট শহরের ‘আল হাকিম’ নামক অঞ্চলে কুরআনিক বিজ্ঞান কেন্দ্র ‘দারুস সাকালাইন’ উদ্বোধন হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ওয়াসিতপ্রদেশের কুরআনিয়ান আঞ্জুমানের পক্ষ থেকে কুরআনিক বিজ্ঞান কেন্দ্র দারুস সাকালাইনউদ্বোধন হয়েছে।

কুরআনিয়ান আঞ্জুমানের সভাপতি নাতিক আল-যারকানীএ ব্যাপারে বলেছেন: ধর্মীয় মাহফিল ও কুরআন প্রশিক্ষণ কোর্স চালু করার জন্য আল হাকিমঅঞ্চলের অধিবাসীদের অনুরোধে এই কেন্দ্র চালু করা হয়েছে।

এছাড়াও ইরাকের পবিত্র নগরী কারবালায় আউন ইবনে আব্দুল্লাহ (আ.)এর পবিত্র মাযারে কুরআন শিক্ষা ল্যাব উদ্বোধন করা হয়েছে।

ইরাকের শিয়া যিয়ারতগাহ কেন্দ্রের পক্ষ থেকে এবং ইমাম হুসাইন (আ.)এর মাযারের অন্তর্গত দারুল কুরআনের সহযোগিতায় সেদেশের পবিত্র নগরী কারবালায় আউন ইবনে আব্দুল্লাহ (আ.)এর পবিত্র মাযারে কুরআন প্রশিক্ষণ অডিও ল্যাব উদ্বোধন করা হয়েছে।

iqna


captcha