মালয়েশিয়ার ফরেন ট্রেড ও শিল্পমন্ত্রী মুস্তাফা মোহাম্মাদের উপস্থিতিতে ৩০শে কুয়ালালামপুরে কনভেনশন সেন্টারে ১৩তম আন্তর্জাতিক হালাল শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
উক্ত প্রদর্শনীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেশ কয়েটি স্টল রয়েছে এবং ইরানের প্রসিদ্ধ শিল্প সমূহ দর্শনার্থীর প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।
১৩তম আন্তর্জাতিক হালাল শিল্প প্রদর্শনী ৫ম এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। প্রদর্শনীর আয়োজন কমিটি আশাবাদী যে, বিশ্বের ৬৭টি দেশের ২৫ হাজারের অধিক দর্শক এই প্রদর্শনী প্রদর্শন করবেন।
হালাল শিল্প প্রদর্শনীতে ৬৪০টি স্টল রয়েছে, যারমধ্যে ইরানের স্টলসমূহে শুকনো খাবর সহ হালাল খাদ্য, হালাল সেবা, প্যাকেজিং খাদ্য সামগ্রী, ইসলামিক ইনভেস্টমেন্ট ও ব্যাংকিং সিস্টেম সহ অন্যান্য হালাল শিল্প সমূহ দর্শনার্থীর প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।
১৩তম আন্তর্জাতিক হালাল শিল্প প্রদর্শনীতে অমুসলিম দেশ সমূহের অংশগ্রহণ ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যারমধ্যে বৃহত্তম অমুসলিম দেশ চিন ও থাইল্যান্ড এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। গত বছরের তুলনায়, এ বছরে চীনের অংশগ্রহণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রদর্শনীতে ২৫টি মুসলিম দেশ অংশগ্রহণ করেছে, এরমধ্যে ১৫টি দেশের অধিকাংশ জনগণ মুসলমান।
এছাড়াও অমুসলিম দেশগুলোর মধ্যে ব্রাজিল, বুলগেরিয়া, চীন, ফ্রান্স, ভারত, জাপান, নিউজিল্যান্ড, রোমানিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, আমেরিকা ও ভিয়েতনাম রয়েছে।
মালয়েশিয়ার শিল্প ও ফরেন ট্রেড মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ১২তম আন্তর্জাতিক হালাল শিল্প প্রদর্শনীতে ১ বিলিয়ন ১০০ মিলিয়ন ডলার বিক্রয় হয়েছে। মালয়েশিয়ার সরকার আশাবাদী চলতি বছরে বিক্রয়ের হার ২ থেকে ৩ গুন বৃদ্ধি পাবে।