IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাযারে জাতিসংঘের প্রতিনিধি যা বললেন

23:19 - April 03, 2016
সংবাদ: 2600551
আন্তর্জাতিক ডেস্ক: ইরাককে সাহায্য করার জন্য জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি ‘লিজ গ্র্যান্ড’ বলেছেন: কারবালায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারে প্রবেশে সময় আমি শান্তি ও বন্ধুত্ব বিষয়টি অনুভব করতে পেরেছি।


বার্তা সংস্থা ইকনা: ইরাককে সাহায্য করার জন্য জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি লিজ গ্র্যান্ডপবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার যিয়ারত করেছেন।

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারে প্রবেশের সময় লিজ গ্র্যান্ড তার অনুভূতি সম্পর্কে বলেছেন: "ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারে প্রবেশে সময় আমি গভীর নম্রতা ও শান্তি এবং বন্ধুত্ব বিষয়টি অনুভব করতে পেরেছি

তিনি আরও বলেছেন: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের যাদুঘর পরিদর্শন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

তিনি ইরাকের পবিত্র শহরেগুলোয় শরণার্থীদের গ্রহণের বিষয়টিকে মানবতামূলক কার্যক্রম বলে অবিহিত করেছেন।

iqna


captcha