IQNA

অনুদিত কুরআন অনুদান করা হল খ্রিস্টান নেতাকে

22:46 - April 05, 2016
সংবাদ: 2600559
আন্তর্জাতিক ডেস্ক: আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সেনেগাল শাখার প্রতিনিধি সেদেশের খ্রিস্টান নেতাকে ফরাসি ভাষায় অনুদিত কুরআন শরীফের এক খণ্ড পাণ্ডুলিপি অনুদান করেছেন।


বার্তা সংস্থা ইকনা: আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সেনেগাল শাখার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আব্বাস মুয়তাকিদী সেদেশের রাজধানী ডাকারে বড় ক্যাথিড্রালে (ক্যাথিড্রাল চার্চ) উপস্থিত হয়ে সেদেশের  আর্চবিশপ "বেঞ্জামিন অনলাইন"কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফরাসি ভাষায় অনুদিত কুরআন শরীফের এক খণ্ড পাণ্ডুলিপি অনুদান করেছেন।
সেনেগালের আর্চবিশপ "বেঞ্জামিন অনলাইন" ইরানের মুসলিম নেতাদের সাদর গ্রহণে করে তাদেরকে ব্যাপক ভাবে আপ্যায়ন করেছেন।
iqna


captcha